তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর।

অথবা, কেইনসের তারল্য ফাঁদ ধারণা দাও।

অথবা, তারল্য ফাঁদ ধারণা সম্পর্কে সংক্ষেপে লিখ।

তারল্য ফাঁদের ধারণাটি কেইনসের অর্থের চাহিদার
সঙ্গে বিশেষত:
অর্থের ফটকা চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত। যখন নিম্নতম
সুদের হারে অর্থের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা অসীম হয়।
তখন সেই অবস্থাকে তারল্য ফাঁদ বলে।

অন্যভাবে বলা যায়, তারল্য ফাঁদ এমন এক অবস্থা যখন
সুদের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদা অসীম হয়। এটি সুদের
সর্বনিম্ন অবস্থা নির্দেশ করে। এক্ষেত্রে সম্পদের মালিকরা সম্পদ আয়ের মাধ্যমে না রেখে নগদ অর্থের আকারে রাখে।

সংক্ষিপ্তভাবে বলা যায়, অর্থের ফটকা চাহিদার যে,
পরিস্থিতিতে সুদের হার আর নীচের দিকে নামতে পারে না।
তাকে তারল্য ফাঁদ বলা হয়।

উপরিউক্ত আলােচনা প্রেক্ষিতে বলা যায়, সুদের হারের
সাথে অর্থের ফটকা চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। কিন্তু
সুদের একটি নিম্ন সীমা আছে যেখানে পৌঁছানাের পর সুদ আর কমে না।এ অবস্থায় অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয় এবং ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। অর্থ বাজারের এই অবস্থাকে তারল্য ফাঁদ বলে।
চিত্ররূপ :-তারল্য ফাঁদ নিযম্নের চিত্রে দেখানাে হল




চিত্রে ox এবং OY অক্ষে যাথাক্রমে অর্থের ফটকা চাহিদা
(L2) এবং সুদের হার বিবেচনা করা হয়েছে।
r 1=সুদের হারে অর্থের ফটকা চাহিদার পরিমাণ OM1 হয়।
r০ = সুর্দের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক
হয়ে পড়ে এবং এ পর্যায়ে L2 রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
(L2) রেখার (a-b) অংশটিই তারল্য ফাঁদ হিসেবে বিবেচিত
হয় এবং সুদের হার r০এর নীচে আর নামতে পাবে না।
সুদের হার

Post a Comment

Previous Post Next Post