ক বিভাগ
১.০১ সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর : অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও
অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ
থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে
আলােচনা করে, তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
১.০২ অর্থনীতিতে Macro শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : অর্থনীতিতে Macro শব্দটি সর্বপ্রথম ব্যবহার
করেন রাগনার ফ্রিশ।
১.০৩ অর্থনীতি প্রধানত কয় প্রকার ও কি কি?
উত্তর : অর্থনীতির বিষয়বস্তু ও কার্যাবলিকে বিশ্লেষণ
করে অর্থনীতিকে প্রধানত দু'ভাগে ভাগ করা হয়েছে।
যথা: (ক) ব্যষ্টিক অর্থনীতি ও (খ) সামষ্টিক অর্থনীতি।
১.০৪ অর্থনীতিবিদ রাগনার ফ্রিশ কত সালে Macro শব্দটি
ব্যবহার করেন?
উত্তর : অর্থনীতিবিদ রাগনার ফ্রিশ ১৯৩৩ সালে
Macro শব্দটি ব্যবহার করেন।
১.০৫ যে অর্থনীতিতে দেশের সামগ্রিক অর্থব্যবস্থা সম্পর্কে
আলােচনা করা হয় তাকে কি বলে?
উত্তর : সামষ্টিক অর্থনীতি।
১.০৬সামগ্রিক ভােগ, বিনিয়ােগ ও সঞ্চয় আলােচনা করা হয়
কোন অর্থনীতিতে?
উত্তর : সামষ্টিক অর্থনীতিতে।
১.০৭ Y = C + I + G সমীকরণটি অর্থনীতির কোন
মডেলের সাথে সম্পর্কিত?
উত্তর : সামষ্টিক মডেল।
১.০৮সামষ্টিক অর্থনৈতিক মডেল প্রধানত কত প্রকার?
উত্তর : ২ প্রকার।
১.০৯ Portfolio-এর শাব্দিক অর্থ কি?
উত্তরঃ আলগা কাগজপত্র রাখার বহনযােগ্য ব্যাগ বা
পত্রকোষ।
১.১০ দুজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের নাম লিখ।
উত্তর : এ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ড্ডা।
১.১১ Macro শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : Macro শব্দটি গ্রিক ভাষার শব্দ Makros
থেকে এসেছে।
১.১২ ১৯৩৬ সনে প্রকাশিত J.M. Keynes এর বিখ্যাত
গ্রন্থের নাম কি?
উত্তর: "The General Theory of Employment
Interest and Money" I
১.১৩ ভারসাম্য বাজেট কি?
উত্তর : কোন নির্দিষ্ট অর্থবছরের সরকারি বাজেটে আয়
১.১৪ ও ব্যয় সমান তাকে ভারসাম্য বাজেট বলে।
আন্তর্জাতিক ঘাটতি কি?
উত্তর : একটি দেশের লেনদেনের ভারসাম্য প্রতিকূল
হওয়াকেই আলােচ্য দেশের আর্থিক হিসাবকে
আন্তর্জাতিক ঘাটতি বলে।
১.১৫ ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তর : সরকারের আয় থেকে ব্যয় বেশি হওয়াকে
ঘাটতি বাজেট বলে।
১.১৬ Laissez faire বলতে কি বুঝ?
উত্তর : ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।
১.১৭ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলতে কী বুঝ?
উত্তর : এ্যাডাম স্মিথ থেকে শুরু করে কার্ল মার্কস
পর্যন্ত যে সকল অর্থনীতিবিদ মুক্তবাজার অর্থনীতিসহ
কিছু নির্দিষ্ট ভাবধারার অনুসারী ছিলেন তাদেরকে
ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলে।
১.১৮ Macro শব্দের অর্থ কি?
উত্তর : বৃহৎ,বিশাল।
১.১৯ GNP-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Gross National Product.
১.২০ GNP ব্যবধান কাকে বলে?
উত্তর : সম্ভাব্য GNP ও বাস্তব GNP-এর ব্যবধানকে
GNP ব্যবধান বলা হয়।
Post a Comment