ভূমিকা : অর্থনীতিকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা
হয়। তন্মধ্যে সামষ্টিক অর্থনীতি অন্যতম। অর্থনীতির এ শাখায় কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা ফার্মের অর্থনৈতিক কার্যাবলি পর্যালােচিত হয়। অর্থাৎ সামষ্টিক অর্থনীতির আওতা খুব বেশি। আর বেশি আওতাধীন হওয়ায় এক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা ক্রুটি সহজেই সৃষ্টি হতে পারে। অর্থাৎ সামষ্টিক অর্থনীতিরও সীমাবদ্ধতা রয়েছে।
সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা : সামষ্টিক অর্থনীতির
গুরুত্ব যদিও স্বীকৃত, তথাপি এর সীমাবদ্ধতাকে অস্বীকার করার উপায় নেই।
সীমাবদ্ধতাগুলাে হলাে :.....................
১. বিসদৃশ উপাদানের সমাবেশ : সামষ্টিক অর্থনীতিতে ভােগ,
সঞ্চয়, বিনিয়ােগ, আয়, সুদের হার এ রকম বিভিন্ন উপাদান
কার্যকর। কিন্তু উপাদানগুলাে একে অপর থেকে পৃথক। তাই বিভিন্ন বিসদৃশ উপাদান থেকে সাধারণ একটি অবস্থার বাস্তবায়ন কঠিন।
২. অর্থের মূল্য পরিবর্তনজনিত সমস্যা : জাতীয় আয় ও
ব্যয় অর্থের দ্বারা হিসাব করা হয়। অর্থের মূল্য প্রতিনিয়ত
পরিবর্তনশীল। ব্যক্তিগত ব্যয়ের যােগফল থেকে সমষ্টিগত ব্যয় পাওয়া গেলেও অর্থের মূল্য পরিবর্তনের কারণে সেই সামষ্টিক প্রকৃত ব্যয় নির্ধারণ করা কঠিন।
৩. ব্যক্তি বিশেষের আচরণের ভিত্তিতে সমগ্রতার সিদ্ধান্ত :
সামষ্টিক অর্থনীতিতে সমাজের যে সমগ্রতার বিচার করা হয়,
তাতে ব্যক্তির আচরণ একেবারে অবজ্ঞা করা হয় না। কিন্তু
ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ ও অভিজ্ঞতাকে সমগ্র অর্থনীতির ক্ষেত্রে
প্রয়ােগ করা হলে তা হবে ভুল। সুতরাং ব্যক্তির সিদ্ধান্ত ও
অভিজ্ঞতাকে সম্বল করে সমগ্র অর্থনীতিতে তাকে প্রয়ােগ করার চেষ্টা সঠিক ও বাস্তবসম্মত নয়।
৪. ব্যষ্টিক চলকের মানের বিভিন্নতাজনিত সমস্যা : একটি
নির্দিষ্ট অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যষ্টিক চলকের মান বিভিন্ন
হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে চলকের বিভিন্নতার কারণে সমগ্রতা নির্ধারণ করা কঠিন।
৫. অর্থের উপর প্রাধান্য আরােপ : সামষ্টিক অর্থনীতিতে
গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অর্থ কার্যকর। কিন্তু অর্থের মূল্য
পরিবর্তনশীল। তাই অর্থনৈতিক অবস্থা নিরূপণে তার উপর
অতিরিক্ত প্রাধান্য আরােপ ক্ষতিকর।
৬.পরিসংখ্যান যােগকরণ সমস্যা : যােগকরণ সমস্যা অনেকখানি পরিসংখ্যানভিত্তিক।পরিসংখ্যানে এলােপাথারী বা লক্ষ্যহীনতা এবং অনির্ণেয়তা গুরুত্ব বহন করে। ব্যক্তিগত এককগুলাের আচরণ বিশ্লেষণ থেকে তাই নিশ্চিত কোনাে সিদ্ধান্তে আসা যায় না।
৭.সমষ্টিকরণের উপর অধিক গুরুত্ব আরােপ : সামষ্টিক অর্থনীতিতে সমষ্টিকরণের প্রভাব থাকা স্বাভাবিক। তবে এই সমষ্টিকরণের উপর অধিক জোর দেয়া হলে তা অনেক সময় অর্থবহ হয় না।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামষ্টিক অর্থনীতির নানা
সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। এতদসত্ত্বেও সামষ্টিক অর্থনীতির গুরুত্বকে অস্বীকার করা যায় না। অর্থাৎ কিছু ক্রুটি বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সামষ্টিক অর্থনীতির যথেষ্ট গুরুত্ব ও প্রয়ােজনীয়তা রয়েছে।
Post a Comment