সামষ্টিক অর্থনীতির প্রয়ােজনীয়তা সম্পর্কে

ব্যাখ্যা কর।

অথবা, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব তাৎপর্য বর্ণনা

দাও।

ভূমিকা : আধুনিক যুগে অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক

কর্মপ্রচেষ্টার পরিধি যেমন ক্রমশ বাড়ছে, তেমনি এর প্রকৃতিও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এরূপ পরিবর্তিত পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের গুরুত্ব বা প্রয়ােজনীয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে।


সামষ্টিক অর্থনীতি গুরুত্ব প্রয়ােজনীয়তা/ তাৎপর্য নিম্নে

সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব সম্পর্কে আলােচনা করা হলাে :


১. অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ : সামগ্রিক অর্থনৈতিক

ব্যবস্থার সমস্যা ও এর সমাধানে সামষ্টিক অর্থনীতি দিক

নির্দেশনা প্রদান করে বিধায় এর গুরুত্ব অপরিসীম


২. জাতীয় বিশ্লেষণ : সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার আওতায়

মােট জাতীয় উৎপাদনের গঠন থেকে অর্থনীতির অবস্থান সম্পর্কে যেমন জানা যায়, তেমনি বিভিন্ন বছরের তুলনার ভিত্তিতে অর্থনীতির এ বিষয়ে বিস্তারিত ধারণা দেয় বলে এর গুরুত্ব অপরিসীম।


৩. অর্থবাজার বিশ্লেষণ : অর্থের চাহিদা, অর্থের যােগান,

এদের নির্ধারক, অর্থের চাহিদা-যােগানের মাধ্যমে ভারসাম্য

অবস্থা, সুদের হার ও অর্থের ভারসাম্য. পরিমাণ ইত্যাদি সম্পর্কে সামষ্টিক অর্থনীতি পাঠে জানা যায়।


৪. সামষ্টিক অর্থনৈতিক চলক : সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার

সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের প্রকৃতি ও এদের মধ্যকার পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সামষ্টিক অর্থনীতি ব্যাপক ধারণা দেয়।


৫. আর্থিক ও রাজস্ব নীতি : সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত আর্থিক ও রাজস্ব নীতি গুরুত্বপূর্ণ দু'টো হাতিয়ার।সামষ্টিক অর্থনীতি এ দুটি নীতি সম্পর্কে ব্যাপক আলােচনা করে বিধায় নীতি-নির্ধারকদের কাছে এটি গুরুত্বের দাবিদার।


৬. বাজারের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ : সামষ্টিক অর্থনীতি দেশের অর্থনৈতিক ব্যবস্থার অধীনে বিভিন্ন বাজার ব্যবস্থা বিশেষ করে দ্রব্যবাজার, শ্রমবাজার, অর্থবাজার ইত্যাদির প্রকৃতি ও আন্তঃসম্পর্কের বিষয়টি বিশ্লেষণ করে বলে এর গুরুত্ব উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে।


৭. দ্রব্যবাজারের ভারসাম্য বিশ্লেষণ : অর্থনীতির সামগ্রিক

চাহিদা ও সামগ্রিক যােগানের নির্ধারক ও প্রকৃতি সম্পর্কে

সামষ্টিক অর্থনীতি আলােচনা করে। এ দুয়ের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট দ্রব্যবাজারে ভারসাম্য সম্পর্কে ধারণা দেয়।


৮. বস্তুগত কল্যাণ বিশ্লেষণ : অর্থনীতিবিদরা প্রতিনিয়ত

অর্থনীতির বস্তুগত কল্যাণের প্রকৃতি ও আকার সম্পর্কে জানতে আগ্রহী থাকেন। সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে কল্যাণের এ বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ।


৯. সরকারি আর্থিক ব্যবস্থাপনা : সরকারি আয়ের উৎস,

ব্যয়ের খাত, সরকারি ঋণ, কর ব্যবস্থা, মুদ্রানীতি, বাজেট পদ্ধতি ইত্যাদি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সামষ্টিক অর্থনীতি বিস্তারিত আলােচনা করে।


১০. শ্রমবাজারের ভারসাম্য বিশ্লেষণ : শ্রমের চাহিদা ও

যােগানের মাধ্যমে শ্রমবাজারের নির্ধারিত ভারসাম্য অবস্থা, মজুরি হার, নিয়ােগের পরিমাণ ইত্যাদি সম্পর্কে সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ হতে জানা যায়।


১১. মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন : সামষ্টিক অর্থনীতি দেশে

সৃষ্ট মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচনের প্রকৃতি, কারণ, ফলাফল,

দূরীকরণের উপায় ইত্যাদি সম্পর্কে আলােচনা করে বলে

সামষ্টিক অর্থনীতিবিদদের কাছে এ বিষয় অতীব প্রয়ােজনীয়


১২. ভারসাম্যের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা : সামষ্টিক অর্থনীতি

ভারসাম্য প্রবৃদ্ধির হার, এই হার হতে বিচ্যুতি ও এর কারণ,

অভারসাম্য অবস্থা হতে ভারসাম্য অর্জনের কৌশল ও প্রক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলােচনা করে বলে এর গুরুত্ব ব্যাপক।


১৩. উন্নয়ন ও পরিকল্পনা : অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন

কৌশল এবং তা বাস্তবায়নের জন্য গৃহীত পরিকল্পনা প্রণয়নে

সামষ্টিক অর্থনীতি ব্যাপক আলােচনা করে। তাই পরিকল্পনাবিদদের কাছে এ বিষয়টি যথায়থ গুরুত্বের দাবিদার।


১৪. মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার বিশ্লেষণ : সামষ্টিক অর্থনীতি

পাঠের মাধ্যমে দেশের মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানা যায়।


উপসংহার : উপরিউক্ত বিভিন্ন কারণে সামষ্টিক অর্থনীতির

গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। অর্থনীতির বিভিন্ন সমস্যার

বিশ্লেষণ এবং সমাধানের ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতির জ্ঞান

অপরিহার্য। তাই অর্থনীতিবিদগণ অর্থনীতির এ শাখার প্রতি

বিশেষভাবে গুরুত্ব প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post