সামষ্টিক
অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতি
পরস্পর
পরিপূরক- ব্যাখ্যা কর।
ভূমিকা
: আধুনিক অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে
ব্যষ্টিক
ও সামষ্টিক উভয় প্রকার অর্থনীতি সমান গুরুত্বপূর্ণ।
ব্যষ্টিক
অর্থনৈতিক বিশ্লেষণের পরিধি সংকীর্ণ কিন্তু সামষ্টিক
অর্থনৈতিক
বিশ্লেষণ বিস্তৃত পরিসরে অর্থনৈতিক কার্যাবলী
আলােচনা
করে। তবে অর্থনীতির ব্যষ্টিগত বিশ্লেষণ ও সামষ্টিগত বিশ্লেষণ উভয়ই পরস্পরের ওপর নির্ভরশীল।
সামষ্টিক
অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতির বিকল্পপরিপুরক কি না :
সামষ্টিক
অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতির বিকল্প কি না সে ব্যাপারে নিম়নে আলােচনা করা হলাে :
১.
পূর্ণাঙ্গ বিশ্লেষণ : ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্রতর পরিবেশে
একজন
ব্যক্তি বা একটি ফার্মের কার্যাবলি পর্যালােচনা করে।
অপরদিকে
সামষ্টিক অর্থনীতি বৃহত্তর পরিবেশে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা পর্যালােচনা করে। সুতরাং অর্থনীতির পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ পর্যালােচনার জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয় প্রকার বিশ্লেষণ একে অপরের পরিপূরক।
২.
নির্ভরশীলতা : ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পারস্পরিকভাবে নির্ভরশীল। অর্থাৎ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের প্রতিযােগী নয় বরং পরিপুরক। কারণ ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র এককের আলােচনার সমষ্টি হলাে সামষ্টিক অর্থনীতি। অপরদিকে সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তুর অংশ হলাে ব্যষ্টিক অর্থনীতি।
৩.
মূল্যায়ন : একটি অর্থনীতি সঠিকভাবে পর্যালােচনা করতে
হলে
ব্যষ্টিক ও সামষ্টিক বিশ্লেষণ একসাথে প্রয়ােজন। কারণ ব্যষ্টিক বিশ্লেষণ ব্যতীত অর্থনৈতিক সমস্যার গভীরে প্রবেশ করা যায় না। অপরদিকে সামগ্রিক বিশ্লেষণ ব্যতীত দেশের অর্থনৈতিক সমস্যার সঠিক মুল্যায়ন করা সম্ভব নয়।
৪.
সামগ্রিক অর্থনৈতিক চিত্র : ব্যষ্টিক অর্থনীতি মানুষের
মৌলিক
অর্থনৈতিক সমস্যার সমাধান এবং দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে নির্দেশনা প্রদান করে। অপরদিকে সামষ্টিক অর্থনীতি দেশের জাতীয় আয় নিয়ােগ, সামগ্রিক দামস্তর ইত্যাদি বিষয় পর্যালােচনা করে। সুতরাং একটি অর্থনীতির সামগ্রিক চিত্র জানতে হলে ব্যষ্টিক ও সামষ্টিক বিশ্লেষণের সমন্বয় প্রয়ােজন।
উপরিউক্ত
আলােচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে,
অর্থনীতির
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে বিশ্লেষণ উভয়ই
পরস্পরের
উপর নির্ভরশীল। অর্থনীতির ব্যষ্টিক বিশ্লেষণের উপর ভিত্তি করেই সামষ্টিক বিশ্লেষণ করা হয়। আবার সামগ্রিক কাঠামাের আওতাধীনেই ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করা হয়। তাই ব্যষ্টিক বিশ্লেষণ ব্যতিত সামষ্টিক বিশ্লেষণ এবং সামষ্টিক বিশ্লেষণ ব্যতীত ব্যষ্টিক বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায়। এ প্রসঙ্গে অধ্যাপক স্যামুয়েলসন বলেন "ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে প্রকৃতপক্ষে কোনাে বিরােধ নেই। উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য।" সুতরাং অর্থনীতির পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয় বিশ্লেষণই একান্ত অপরিহার্য। তাই বলা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক।
উপসংহার:
উপর্যুক্ত আলােচনা থেকে প্রতীয়মান হয় যে, সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতির বিকল্প বা প্রতিযােগী নয় বরং একে অপরের পরিপূরক। কারণ ব্যক্টিক অর্থনীতিতে নিয়েই সামষ্টিক অর্থনীতি গঠিত হয়। কাজেই অর্থনীতির এ দু'টি শাখাকে আলাদা করা সম্ভব নয়।
Post a Comment